শিরোনাম:
আর্জেন্টিনার হয়ে আরও কিছুদিন খেলবেন মেসি–দি মারিয়া, কারা রাজি করিয়েছে তাদের

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৯০ বার পড়া হয়েছে

কাতার বিশ্বকাপ খেলেই আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন লিওনেল মেসি—ফুটবল মহলে এমন একটা গুঞ্জন বেশ জোরেশোরেই ছিল। শোনা যায়, মেসির মধ্যে এমন একটা চিন্তাভাবনাও ছিল। যদিও বিশ্বকাপ জেতার পর তেমন কিছুই হয়নি। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আরও কিছুদিন আর্জেন্টিনার হয়ে খেলতে চাওয়ার কথা জানিয়েছেন মেসি।
মেসি না হয় বিশ্বকাপের আগে নিশ্চিত করে কিছু বলেননি, কিন্তু আনহেল দি মারিয়া! তিনি তো বিশ্বকাপের আগে ঘোষণাই দিয়েছিলেন বিশ্বকাপের পর আর আর্জেন্টিনার হয়ে খেলবেন না। তবে বিশ্বকাপ জয়ের পর সিদ্ধান্ত বদলে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন এই উইঙ্গার।