চুরি ঠেকাতে সন্দ্বীপের প্রতিটি বাজারে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত

- আপডেট সময় : ১২:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সন্দ্বীপে একের পর এক চুরির ঘটনা ঘটছে। গত এক মাসে উপজেলার বিভিন্ন বাজারে অন্তত ৩৫টি দোকান ও প্রতিষ্ঠানে চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। সবশেষ গত সোমবার দিবাগত রাতে সন্দ্বীপ পৌরসভার সেনেরহাট এলাকার রড-সিমেন্ট ও মুদিদোকানের লকার ভেঙে অন্তত তিন লাখ টাকা নিয়ে যায় চোরেরা।
এ অবস্থায় গতকাল বুধবার মাসিক আইনশৃঙ্খলা সভায় চুরির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। এ সময় তাঁরা পুলিশের টহল বাড়িয়ে আরও সক্রিয় হওয়ার অনুরোধ করেন। পরে ওই সভায় প্রতিটি বাজারে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা লাগানো ও নিরাপত্তা প্রহরীদের আরও সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রতিটি বাজারে সিসিটিভি লাগানোর সিদ্ধান্তটি নোটিশ আকারে প্রতিটি বাজার কমিটির কাছে পাঠানো হবে। এ ছাড়া পুলিশের টহল আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। চুরি ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধিদেরও সহযোগিতা চাওয়া হয়েছে।
তবে পরপর এতগুলো চুরির ঘটনা ঘটলেও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন। মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম প্রথম আলোকে বলেন, চুরির কারণে প্রবাসীরা বেশ অতিষ্ঠ। চুরি কোনোমতেই ঠেকাতে পারছে না পুলিশ। গতকালের আইনশৃঙ্খলা সভায় তিনি বলেছেন, কয়েকটি ঘটনায় পুলিশ চোর গ্রেপ্তার করেছে ঠিকই। কিন্তু গ্রেপ্তার ব্যক্তিরা কয়েক দিন পর জেল থেকে জামিনে ফিরে এসে আবারও চুরি করছে।