ছাঁটাই হচ্ছে প্রকৌশল ও মানবসম্পদ বিভাগের কর্মীরা

- আপডেট সময় : ১২:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৭২ বার পড়া হয়েছে

যে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট, তার বেশির ভাগই কোম্পানির প্রকৌশল ও মানবসম্পদ বিভাগের কর্মী।
কোম্পানির প্রধান নির্বাহী সত্য নাদেলা এ প্রসঙ্গে বলেছেন, করোনা মহামারির সময় মানুষের প্রযুক্তিনির্ভরতা বেড়েছিল। ফলে তখন এই খাতের অনেক বাড়বাড়ন্ত হয়। কিন্তু অনেকেই মনে করছেন, বিশ্ব অর্থনীতি এখন মন্দার কাছাকাছি। ফলে মানুষ খরচের বিষয়ে কিছুটা সতর্ক। আবার একই সঙ্গে কম্পিউটিংয়ের জগতে নতুন দ্বার উন্মোচিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এই খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
গত বছর, অর্থাৎ ২০২২ সালেও কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট। সেবার হাজারখানেক কর্মী কাজ হারান। কোম্পানির কর্মীসংখ্যা ছিল তখন ২ লাখ ২১ হাজার। সেই হিসাবে চাকরি হারিয়েছিলেন ১ শতাংশেরও কম। তবে এবারের মতো আগে কখনো এত বড় পরিসরে কর্মী ছাঁটাই করেনি মাইক্রোসফট।
মহামারির সময় বিশ্বের বিপুলসংখ্যক মানুষ ঘর থেকে কাজ করেছেন। ফলে হঠাৎ তখন চাহিদা বেড়ে যায়। অতিরিক্ত চাহিদা মেটাতে ২০২১ সালের জুন মাস থেকে ২০২২ সালের জুন মাসের মধ্যে প্রায় ৪০ হাজার কর্মী নিয়োগ দিয়েছিল মাইক্রোসফট। যার বেশির ভাগই ছিলেন প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগের। কিন্তু এখন চাহিদা কমে যাওয়ায় কর্মীদের বিদায় করা হচ্ছে।