ডান্ডাবেড়ি পায়ে আবার মায়ের জানাজায়: অমানবিকতার পুনরাবৃত্তি কেন

- আপডেট সময় : ১২:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে

গত ২০ ডিসেম্বর প্যারোলে মুক্তি পাওয়া গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি নেতা আলী আজমকে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় তাঁর মায়ের জানাজা পড়তে বাধ্য করা হয়েছিল। এ ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক সমালোচনা হয়। ঘটনাটির নিন্দা জানিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন, একাধিক মানবাধিকার সংগঠন ও বিশিষ্ট আইনজীবীরা। কিন্তু এক মাস না পেরোতেই শরীয়তপুরে একই রকম ঘটনা ঘটেছে। এবার ভুক্তভোগী ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা।
শরীয়তপুরে সদর উপজেলার আনোয়ার হোসেন মুন্সির ছেলে সেলিম রেজা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক। গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ তাঁকে আটক করে। এরপর ১০ ডিসেম্বর পল্টন থানার নাশকতার একটি মামলায় সেলিম রেজাকে কারাগারে পাঠানো হয়। তিনি গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। রোববার সকালে সেলিম রেজার মা নাছিমা বেগম গ্রামের বাড়িতে মারা যান। এরপর আইনজীবীর মাধ্যমে সেলিম রেজার প্যারোলে মুক্তির জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে সেলিম রেজাকে বিকেল সাড়ে ৪টা থেকে ১০ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।