শিরোনাম:
‘ডাবল সেঞ্চুরির পরও তিন ম্যাচ খেলনি কেন রে ভাই’—কিষানকে রোহিতের প্রশ্ন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে

‘কিষান, ডাবল সেঞ্চুরির পরও তিন ম্যাচ খেলনি কেন রে ভাই’—কথাটা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। অধিনায়ক রোহিত অবশ্য মজা করেই কথাটা বলেছিলেন। ঈশান কিষান উত্তর দিয়েছেন তাঁর মতো করেই, ‘ভাই, অধিনায়ক তো আপনি…আপনিই ভালো জানেন।’
হ্যাঁ, রোহিতই ভালো জানেন। গত মাসে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পর কিষানকে কেন তিন ম্যাচ বসে থাকতে হয়েছে, সে ব্যাখ্যা আগেই দিয়েছেন ভারত অধিনায়ক। বলেছেন, ধারাবাহিকভাবে ভালো খেলা ক্রিকেটারের ওপরই বেশি আস্থা রাখছেন। আচমকা সুযোগ পেয়ে দ্বিশতক করা কিষানের জায়গায় যার ওপরে ভরসা রেখেছিলেন, সেই শুবমান গিল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন।