
সচিব কমিটির পাস করা নন-ক্যাডার নিয়োগের সংশোধিত বিধিমালা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) এসেছে। এখন বিধিটির বিষয়ে পিএসসি মতামত দেবে। এরপর এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় থেকে অনুমোদিত হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
গত সোমবার (১৬ জানুয়ারি) ‘নন-ক্যাডার বিধি সচিব কমিটিতে পাস, পিএসসিতে আসার অপেক্ষা’ শিরোনামে প্রথম আলো অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হয়।
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব প্রথম আলোকে বলেন, গত ২৬ ডিসেম্বর নন-ক্যাডার বিধি সচিব কমিটি পাস করেছে। এখন এটির বিষয়ে মতামতের জন্য সরকারি কর্ম কমিশনে পাঠানো হয়েছে। এরপর সেখান থেকে মতামত এলে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকেই বিষয়টি চূড়ান্ত হবে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।
পিএসসির দায়িত্বশীল একজন প্রথম আলোকে বলেন, প্রায় ২০ দিন আগে সচিব কমিটি নন-ক্যাডার বিধিমালা পাস করার পর গতকাল মঙ্গলবার সেটি মন্ত্রণালয় থেকে মতামতের জন্য পিএসসিতে পাঠানো হয়। কেবল এই বিধিই নয়, সব নিয়োগ বিধিই মতামতের জন্য পিএসসিতে আসে। সেটি দেখে বিশ্লেষণ করে পিএসসি মতামত দেয়। নন–ক্যাডারের সংশোধিত নিয়োগ বিধিটিও পিএসসিতে মতামতের জন্য এসেছে। দ্রুত সময়ের মধ্যেই এটি পিএসসি মতামত প্রদান করে আইন মন্ত্রণালয়ে পাঠাবে। সেখান থেকে পাস হওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হলেই পিএসসি ৪০তম বিসিএসসহ অন্য বিসিএসের নন-ক্যাডার নিয়োগপ্রক্রিয়া চালু করতে পারবে।