পুলিশ বলছে আটক ৫, বিএনপি বলছে ১০

- আপডেট সময় : ১২:১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বিএনপির কার্যালয়ের সামনে থেকে পাঁচ কর্মীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। তবে বিএনপি নেতাদের দাবি, ১০ জনকে ধরে নিয়ে গেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নেতা–কর্মীরা কার্যালয় থেকে মাহফিল শেষ করে বের হওয়ার সময় পুলিশ অভিযান শুরু করে।
মহানগর বিএনপির দপ্তরের দায়িত্ব থাকা মোহাম্মদ ইদ্রিস আজ দুপুরে প্রথম আলোকে বলেন, দোয়া মাহফিল শেষ হতে না হতেই পুলিশ অভিযান শুরু করে। তিনি নিজেসহ কয়েকজন নেতা কোনোক্রমে পুলিশের হাত থেকে বেঁচে যান। তাঁর দাবি, পুলিশ তাঁদের কমপক্ষে ১০ জন কর্মীকে ধরে নিয়ে যায়।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির প্রথম আলোকে আজ বলেন, গত সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালিয়েছে। তাদের কর্মসূচিতে কোনো বাধা দেয়নি পুলিশ। দলীয় কার্যালয়ে কর্মসূচি শেষ হওয়ার পর চারজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।