মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

- আপডেট সময় : ১২:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হেলিকপ্টারে করে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পে যান। পরে তাপবিদ্যুৎ প্রকল্পের সম্মেলনকক্ষে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। এরপর বিদ্যুৎ প্রতিমন্ত্রী মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ ঘুরে দেখেন এবং প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোল পাওয়ারের প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াছিন, কোল পাওয়ারের মাতারবাড়ী সাইট অফিসের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন মজুমদার, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু হায়দার, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন উপস্থিত ছিলেন।