মোদি কেন মুসলিমদের সঙ্গে যোগাযোগ বাড়াতে বললেন

- আপডেট সময় : ১২:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৫২ বার পড়া হয়েছে

প্রায় এক যুগ ক্ষমতায় থাকার পরও ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অবস্থা নির্বাচনী রাজনীতির পরিপ্রেক্ষিতে খুব একটা খারাপ হয়েছে বলে এখনো মনে করা হচ্ছে না। মোটামুটিভাবে অধিকাংশ বিশ্লেষক ও রাজনীতি পর্যবেক্ষক মনে করছেন, আগামী বছরের লোকসভা নির্বাচনে একাই সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। এ রকম একটা অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী গত মঙ্গলবার বিজেপির অভ্যন্তরীণ এক বৈঠকে এমন কিছু কথা বলেছেন, যা তাঁর দলের রাজনৈতিক দর্শনের সঙ্গে বা তাঁর নিজের রাজনীতির সঙ্গে মেলে না। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় এবং শেষ দিনে গত মঙ্গলবার নরেন্দ্র মোদি এসব কথা বলেছেন।
বিজেপির ওই বৈঠকে উপস্থিত নেতাদের উদ্ধৃত করে ভারতের সরকারি সংবাদ সংস্থা প্রধানমন্ত্রীর বক্তব্য জানিয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, প্রধানমন্ত্রী বিজেপির কর্মীদের বলেছেন, ‘পশমন্দা বা দলিত এবং পিছিয়ে থাকা মুসলমানদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে।’