সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

শেষবার এএফসি কাপে বাংলাদেশি ক্লাবের প্রতিপক্ষ কে ছিল, বলতে পারবেন?

আপডেট:

চট করে উত্তরটি দেওয়া কঠিন, যদি না ঘরোয়া ফুটবলের নিবিড় দর্শক হন। কিন্তু আগামী বছর দুয়েকের মধ্যে বাংলাদেশের কোনো ক্লাব যদি এএফসি চ্যাম্পিয়নস লিগে উঠে যায়, পাকেচক্রে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যায় আল নাসরকে, কী দৃশ্যপট তৈরি হবে অনুমান করতে পারেন? প্রতিপক্ষ তো বটেই, ওই দলে কারা কারা খেলেন, সেই ঠিকুজিও গেঁথে যাবে দর্শকের মনে।

বাংলাদেশে খেলতে আসবেন ক্রিস্টিয়ানো রোনালদো—এই এক সম্ভাবনায় দেশের ফুটবল দর্শকেরা যে একঝটকায় গা ঝাড়া দিয়ে উঠবেন, সে কথা ঝুঁকি না নিয়েই বলে দেওয়া যায়। বছরের পর বছর দূর থেকে দেখা তারা হঠাৎ যখন চোখের সামনে, কাছ থেকে দেখার সুযোগ কে মিস করতে চাইবে? ম্যাচের সূচি চূড়ান্ত থেকে শুরু করে খেলা শেষ হওয়া পর্যন্ত তাই এই একটি ম্যাচ ঘিরে বুঁদে থাকবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত