সহায়তা পেলে পোশাকের ঝুট হতে পারে অন্যতম রপ্তানি পণ্য

- আপডেট সময় : ১২:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৭২ বার পড়া হয়েছে

পোশাক কারখানার উচ্ছিষ্ট কাপড়সহ (ঝুট) নতুন চার ধরনের পণ্যে রপ্তানি ভর্তুকি চান ব্যবসায়ীরা। অন্য তিনটি পণ্য হচ্ছে সোডিয়াম সিলিকেট, কৃত্রিম তন্তু এবং আর্টিফিশিয়াল কোয়ার্টজ বা কৃত্রিম পাথর।
পণ্যগুলোর সঙ্গে সম্পর্কিত সমিতিগুলো আবেদন করার পর বাণিজ্য মন্ত্রণালয় গতকাল বুধবার এ নিয়ে বৈঠক করে। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রগুলো জানায়, বৈঠকে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে পরে আরও বৈঠক হবে। এরপর এগুলোতে রপ্তানি ভর্তুকির সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়। অর্থ বিভাগের মনোভাবের ওপরই নির্ভর করবে, এসব পণ্যে রপ্তানি ভর্তুকি দেওয়া হবে কি না। ব্যবসায়ীরা চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য ভর্তুকি চাইলেও বাণিজ্য মন্ত্রণালয় তা অর্থ বিভাগের কাছে চাইবে ২০২৩-২৪ অর্থবছরের জন্য।