
দীর্ঘ দিন পর বাংলাদেশে এসেছেন। সন্তান ও নাতি-নাতনিদের পেয়ে কেমন লাগছে?
আমজদ আলী: প্রায় চার যুগ পর ছেলেকে খুঁজে পেয়েছি। এত আনন্দ লাগছে, ভাষায় প্রকাশ করার মতো নয়। ছেলের সঙ্গে নাতি-নাতনিদের পেয়ে আরও ভালো লাগছে। ভারতে থাকলেও দেশের পরিবারের জন্য মন কাঁদত। এ জন্যই দীর্ঘদিন পর স্ত্রী-সন্তানের খোঁজে দেশে ফিরেছি।
মনে পড়ে কেন ঘর ছেড়ে গিয়েছিলেন?
আমজদ আলী: ঠিক মনে নেই, কী নিয়ে রাগারাগি হয়েছিল। এরপর ঘর ছেড়ে ছিলাম। অনেক বছর আগের কথা। এখন আর ঠিকঠাক মনে পড়ছে না।