শিরোনাম:
সকল বাদা পেরিয়ে হিরু আলম এখন মাঠে একতারা মাকা নিয়ে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন

বগুড়া ৪ ও বগুড়া ৬ আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন হিরো আলম খ্যাত আশরাফুল আলম।
নির্বাচন কমিশন কৌশলে তার প্রার্থীতা বাতিল করলেও অবশেষে উচ্চ আদালতে গিয়ে প্রার্থীতা ফিরে পেয়েছেন হিরো আলম। দুই আসনেই তিনি একতারা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
চোর ডাকাত অর্থ লুটেরা সাংসদ হওয়ার চেয়ে হিরো আলম সাংসদ হলে বরং সেই দুই আসনের জনগণের জন্য ভালো হবে বলে মনে করি। অল্প শিক্ষিত হিরো আলম আর যা-ই করুক না কেন জনগণের হক মেরে খাবে না এটা নিশ্চিত বলতে পারি।
যতই ট্রল করেন আর গালিগালাজ করেন না কেন হিরো আলমই আসল হিরো।