
মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ী থানায় (২২ জানুয়ারি) রবিবারঃ- জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বিশেষ ব্রিফিংঃ জুড়ী থানায়
কর্মরত সকল অফিসার ফোর্সদেরকে সচেতনতার সহিত আইন শৃঙ্খলা রক্ষা সহ পুলিশের অনাকাঙ্খিত র্কাযক্রম রোধে এবং পেশাদারিত্বের সাথে ডিউটি পালনের জন্য নির্দেশ প্রদান করেন। জুড়ী থানার মূলতবী পরোয়ানা তামিল, জনসাধারণ ও পুলিশের মধ্যকার সম্পর্ক ইত্যাদি বিষয়ক দিক নির্দেশনা সহ ব্রিফিং প্রদান করেন,
ব্রিফিং শেষে দুই পুলিশ কর্মকর্তা এস আই মহসিন তালুকদার জুড়ী থানা হইতে কুলাউড়া থানা,ও এ এসআই জহিরুল ইসলাম জুড়ী থানা হইতে মৌলভীবাজার সদর থানায় বদলী হওয়ায় জুড়ী থানার অফিসার এবং ফোর্সের পক্ষ হইতে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন। এসআই সৈয়দ আঃ মান্নান, এসআই খসরুল আলম বাদল, এসআই সিরাজুল ইসলাম, এসআই পরিতোষ পাল, এসআই ফরহাদ মিয়া, এসআই অঞ্জন কুুমার দাশ, এএসআই মোহাম্মদ আলী, এএসআই কামাল হোসেন, এএসআই মহিউদ্দিন, এএসআই বিপ্রেশ রঞ্জন দাশ ও জুড়ী থানার সকল ফোর্সবৃন্দ।
