শিরোনাম:
ব্রেকিংনিউজ ফুটবল থেকে অফিশিয়ালি,বিদায় নিয়েছেন,বাংলাদেশ জাতীয়,দলের,মহিলা আদিবাসীফুটবলার আনুচিংমারমা,

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন
ফুটবল থেকে অফিশিয়ালি বিদায় নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মহিলা আদিবাসী ফুটবলার আনুচিং মারমা। অন্তত আরও কয়েকবছর দলে থাকতে পারতেন আপনি!সত্যি বলতে আমরা এটি মেনে নিতে পারছিনা
কিন্তু কেন এই হঠাৎ সিদ্ধান্ত!তা এখনো জানা যায়নি।
একটা কথা,হারার আগে হেরে যাবেন না। হয়ত সময় আপনার পক্ষে নেই। সময় যখন আমাদের পক্ষে থাকে না তখন সৃষ্টি কর্তাও নিরব ভুমিকা পালন করেন। তাই আঁকড়ে ধরে রাখবেন। এর শেষ পর্যন্ত যান। হাল ছেড়ে দিবেন না।
আপনি হয়ত মাকড়সার গল্পটা জানেন। সে সাত বার প্রচেষ্টার পরেই লক্ষে পৌছাতে পেরেছিল। তাই জীবনে প্রতিবন্ধকতা আসবে খারাপ সময় আসবে তাই বলে আপনি আপনার মেইন পেশা ছেড়ে যাবেন কেন?
আমরা ফুটবলে আপনাকে চাই
সবসময়ই চাই। এমন সিদ্ধান্ত থেকে সরে আসেন প্লিজ। দেখিয়ে দিন যে, দিনশেষে ফুটবল সুন্দর ফুটবলই বিজয়ী।