জুড়ীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

- আপডেট সময় : ০৯:৫৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে (০৯ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলার জুড়ীতে ১০৫ গ্রাম গাঁজাসহ হাছান আলী ভূইয়া (৫৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত অনুমান ০৯ ঘটিকায় জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম, এএসআই আব্দুল হক, এএসআই কামাল আহমদ সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানাধীন ৫নং জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।
আসামির তাহার নিজ বাড়ীর বসতঘর তল্লাশি করে ঘরের ভিতর থেকে মোট ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হাছান আলী ভূইয়া, জুড়ী উপজেলা ৫নং জায়ফরনগর ইউনিয়নের সাং মনতৈল গ্রামের মৃত আনজদ আলী ভূইয়া, উরফে মাধব, এর ছেলে৷
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, জুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আগামীকাল সকালে তারিখ-১০-২-২০২৩) আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে৷