তেলের বগী লাইনচ্যুত হওয়ায় সিলেটে ট্রেন চলাচলে বিঘ্ন।

- আপডেট সময় : ০২:২০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে

সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জের ইলাশপুর নামক স্থানে তেলের ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় পৌনে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ওয়াগনকে টেনে তুলে নিলে রাত আড়াইটার পর রেল চলাচল স্বাভাবিক হয়।
সিলেট রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া তেলের ওয়াগনটি গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জের ইলাশপুরে পৌঁছালে দুটি চাকা লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সিলেট রেলস্টেশনে আটকা পড়ে ঢাকাগামী উপবন এক্সপ্রেস।
সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার আবু নাসের মোঃ রাসেল বলেন, খালি তেল ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় ট্রেনের সামনের বগিগুলো বিচ্ছিন্ন করে মাইজগাঁওয়ে নেওয়া হয়। কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ওয়াগন টেনে তুলে। রাত আড়াইটার দিকে স্বাভাবিক হয় রেল যোগাযোগ। পরে রাতেই ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট ছেড়ে গেছে।