সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর প্রচারণা জুড়ী উপজেলা জুড়ে

আপডেট:

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারে পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে দর্শক সমাগম ঘটাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

বিজ্ঞাপন

সকাল ৯ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে রঙ্গিন ব্যানার ফেস্টুনে সুসজ্জিত একটি পিকআপ বাদক দল সহ ট্রফিটি নিয়ে বড়লেখা উদ্দেশ্যে রওনা হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের দর্শক সমাগম বাড়াতে রঙ্গিন ব্যানার ফেস্টুনে সজ্জিত একটি পিকআপে করে বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হয়।

বিজ্ঞাপন

পরে দুপুরে জেলার বড়লেখা উপজেলায় প্রচারণা শেষে গাড়ির শুভাযাত্রাটি জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালায়। পরে টুর্ণামেন্টের আকর্ষণীয় সোনালী ট্রফিটি জুড়ী থানায় নিয়ে আসা হয়।

ট্রফি প্রদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, বিশেষ অতিথির বক্তব্য দেন, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, বিশেষ অতিথির বক্তব্য দেন, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন,ওসি তদন্ত হুমায়ুন কবির, কোয়ার সভাপতি আব্দুল আউয়াল মিন্টু,সাধারন সম্পাদক জাকির হোসাইন তানিম প্রমুখ।

এছাড়াও জুড়ী থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই আগামী ১ মার্চ মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করা হবে এবং ৪ মার্চ সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

জেলার প্রতিটি উপজেলা থেকে এ টুর্নামেন্টে একটি করে দল অংশগ্রহণ করবে। সকলের সহযোগিতায় টুর্ণামেন্ট সফল করতে জেলা জুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত