শিরোনাম:
মৌলভীবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ৩১ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে আব্দুল হালিম টিপু ওরফে লম্বা টিপু (৪২) নামে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১ টায় মৌলভীবাজার সদর মডেল থানা শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোশাহিদ কামালের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ জেলার সদর থানার রিচি ইউনিয়নের সুলতান মাহমুদপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি টিপুকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, গ্রেফতারকৃত টিপু মৌলভীবাজার সদর থানার ২০২০ সালের একটি হত্যা মামলার পলাতক আসামি। সে মৌলভীবাজার সদর উপজেলার দাউদপুর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।