সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

রোটারেক্ট ক্লাব অফ সিলেট এলিগেন্স এর ষষ্ঠ চার্টার ডে উদযাপন।

আপডেট:

মোঃ জাকির হোসেন মৌলভীবাজার প্রতিনিধি:-
(৩ মার্চ) শুক্রবার সিলেট শহরের সুবহানিঘাট এলাকায় অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (১০তলায় রেস্টুরেন্ট) কনফারেন্স হলে রোটারেক্ট ক্লাব অফ সিলেট এলিগেন্সের ১১৬ তম রেগুলার মিটিং ও ষষ্ঠ চার্টার ডে অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের প্রেসিডেন্ট রোটারেক্টর আব্দুল্লাহ আল ফাহাদ এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিউ মেম্বার ইয়ামী। সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাওয়া হয়। রোটারেক্ট পারপাস পাঠ করেন জয়েন্ট সেক্রেটারি রোটারেক্ট আব্দুল লতিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট রোটারেক্ট শাহীন আহমদ, , ডিস্ট্রিক্ট রিজোনাল রিপ্রেসেন্টেভ রোটারেক্টর পিপি আব্দুস শহীদ সাদেক, সাবেক রোটারেক্টর সাব্বির রহমান মিঠু। ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে জয়েন সেক্রেটারি রোটারেক্টর আব্দুল লতিফ নিউ মেম্বার শাহীন সুমনকে সংগঠনের পারপাস পাঠ করান। সেক্রেটারি রিপোর্ট পেশ করেন সেক্রেটারি রোটারেক্টর মুন্সি আব্দুর রউফ। এছাড়াও উপস্থিত ছিলেন রোটারেক্টর তারিন, রোটারেক্টর তানভীর আহমেদ, হৃদয়, শাহানুর , আব্দুস সামাদ রনি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত