হবিগঞ্জে ডিবি’র অভিযানে ৬০ বোতল বিদেশী মদসহ ০২ মাদক ব্যবসায়ী আটক ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ,

- আপডেট সময় : ০৯:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম চৌধুরী, জেলা প্রতিনিধি,
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি)’র বিশেষ অভিযানে ৬০ বোতল বিদেশী মদসহ ০২ মাদক ব্যবসায়ী আটক ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের নির্দেশনায় ভোর রাত ০৫:২০ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন পৌরসভার বাল্লা রোডস্থ মদিনা টাইলস গার্ডেনস এন্ড স্যানেটারী দোকানের সামনের পাঁকা রাস্তার উপর থেকে ৬০ বোতল বিদেশী মদসহ ০২ মাদক ব্যবসায়ী ও তাদের ব্যবহৃত প্রাইভেটকার আটক করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি।আটককৃত হলেন (০১) জুবেল আহমেদ (৩০), পিতা- আজিদ মিয়া, সাং-পূর্ব তিমিরপুর,থানা-নবীগঞ্জ(০২)হোসাইন আহমেদ (৩৩) পিতা-ইছমত আহমেদ, সাং-নোয়াগাঁও (মোল্লাপাড়া), থানা-বানিয়াচং, উভয় জেলা-হবিগঞ্জ।জানা গেছে ০২ টি খাকি রংয়ের কার্টুনে রক্ষিত ৩৬(ছঁয়ত্রিশ)বোতল রয়েল ষ্টেজ ডিলাক্স উইস্কি ও অন্য আরেকটি খাকি রংয়ের কার্টুনে রক্ষিত ২৪(চব্বিশ)বোতল প্রিমিয়ার গ্রেইন উইস্কি সহ মোট ৬০(ষাট)বোতল বিদেশী মদ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১,৬৮,০০০/- টাকা,সাথে আসামীদের ব্যবহৃত একটি প্রাইভেট কার যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১২-৯২৭৫,ইঞ্জিন নং-4E0714950, চেসিস নং-EE101-0052361সহ আটক করা হয়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দু তিনজন অজ্ঞাত নামা আসামী পালিয়েও গেছেন বলে জানাগেছে।