ঝিনাইদহে সরকারি রাস্তার গাছ বিক্রি করলেন এক প্রভাবশালী মোঃ আব্বাস আলী. ঝিনাইদহ জেলা সদর

- আপডেট সময় : ০৫:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে

মোঃ আব্বাস আলী,ঝিনাইদহ জেলা সদরপ্রতিনিধি,
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের চেওনিয়া খেদাপাড়া,গড়েলা সড়কে নজরুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কেটে ৬০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে নজরুল ইসলাম ৬০ হাজার টাকায় স্থানীয় এক হুজুরের কাছে সরকারি রাস্তার ২ টি কড়াই গাছ বিক্রি করে দিয়েছেন।এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, রাস্তাটি আমার জমির ওপর দিয়ে গেছে।
তাছাড়াও আমি নলডাঙ্গা ক্যাম্পের দারোগার জানিয়েছি, আমার কোনো সমস্যা হবে না। ২০ বছর আগে আমিই গাছ গুলো রোপণ করেছিলাম। তাই ২টি গাছ কেটে ৬০ হাজার টাকায় বিক্রি করেছি।
এ ব্যাপারে জানতে চাইলে নলডাঙ্গা পুলিশ ক্যাম্প ইন- চার্জ মজলেম উদ্দিন জানান, খেদাপাড়া গ্রামের নজরুল ইসলামের গাছ বিক্রির বিষয়ে আমি কিছুই জানি না।ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইফুল আলম রিপন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর বিললাল হোসেন জানান, কাউকে না জানিয়ে তিনি রাস্তার গাছগুলো কেটেছেন।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন বলেন, গাছ কাটার বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।