শিরোনাম:
কমলগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার,

সাইদুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি,
- আপডেট সময় : ০৫:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ২৯ বার পড়া হয়েছে

কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে মনু বৈদ্য (৪৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।গতকাল ৭ মার্চ দিবাগত রাতে কমলগঞ্জ থানার এস আই মহাদেব বাছার, এ এস আই পরিমল শীল সঙ্গীয় ফোর্স সহ দেওড়াছড়া চা বাগানে অভিযান পরিচালনা করে আসামি মনু বৈদ্যকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত মনু বৈদ্য কমলগঞ্জ থানাধীন রশিটিলা গ্রামের (দেওড়াছড়া চা বাগান) অধীর বৈদ্যর ছেলে।কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, আসামি মনু বৈদ্য কমলগঞ্জ থানার ২০২০ সালের একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক) ধারায় অপরাধ করায় বিজ্ঞ আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।আসামি মনু বৈদ্যকে আজ সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।