জুড়ীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ,

- আপডেট সময় : ০১:৪৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ৪০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ী থানার বিশেষ অভিযানে সুজন মুণ্ডা (২৭) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) ভোর রাতে জুড়ী থানার এসআই পরিতোষ , এএসআই মোহাম্মদ আলী পুলিশের একটি দল জুড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি সুজন মুণ্ডাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুজন মুণ্ডা জুড়ী উপজেলার কচুরগুল গ্রামের (০৯ নং সেক্টর) সুব্রত মুণ্ডার ছেলে। থানা সুত্রে জানা যায়, আসামি সুজন মুণ্ডার বিরুদ্ধে জুড়ী থানার ২০২০ সালের একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আসামি সুজন মুণ্ডাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।