শিরোনাম:
জুড়ীতে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার,
- আপডেট সময় : ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ৪২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে জুড়ী থানার বিশেষ অভিযানে ভুট্টো মুণ্ডা (৩৪) ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।(১১ মার্চ) সন্ধ্যায় জুড়ী থানার এএসআই কামাল হোসেন, এএসআই মহিউদ্দিন, এএসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি ভুট্টো মুণ্ডাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ভুট্টো মুণ্ডা জুড়ী থানাধীন দুর্গাপুর গ্রামের তরুনী মুণ্ডার ছেলে। আসামি ভুট্টো মুণ্ডার বিরুদ্ধে বন আইনের অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, আসামি ভুট্টো মুণ্ডাকে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।