কমলগঞ্জে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন,

- আপডেট সময় : ০৯:১৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে দেশ রূপান্তরের
প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশ রূপান্তরের কমলগঞ্জ প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রিজুয়ান, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজু, উদীচী শিল্পী গোষ্ঠী কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আসহাবুজ্জামান শাওন, দৈনিক প্রতিদিনের সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, অনলাইন নিউজ পোর্টাল ধলাইর ডাকের সম্পাদক আশরাফ সিদ্দিকি পারভেজ, সমাজসেবক জহিরুল ইসলাম, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক সাদিকুর রহমান সামু প্রমুখ।আলোচনায় বক্তারা বলেন, দেশ রূপান্তর প্রকাশনার শুরু থেকেই নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এ কারণে পাঠকের কাছে আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে দেশ রূপান্তর। তারা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দুর্নীতি ও অন্যায়-অপরাধের তথ্য তুলে ধরেছে।