শিরোনাম:
ঝিনাইদহে যৌথ অভিজানে ২৪ বতল ফেনসিডিল সহ ২ জন আটক,

মোঃআব্বাস আলী,ঝিনাইদহ জেলাপ্রতিনিধি,
- আপডেট সময় : ০৬:৪৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ৪০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্প ও বংকিরা ক্যাম্পের যৌথ অভিজানে চালিয়ে সোমবার বাদপুকুর সোনালী পাড়া থেকে ২৪ বতল ফেনসিডিল সহ ২ জন আটক করেছে।যানা গেছে বংকিরা ক্যাম্পের আইসি এএস আই মোঃ আজিম উদ্দীন ও ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি এস আই মোঃ জাকারিয়া মাসুদ ও এ এস আই লিটন খলিফা এই অভিযান পরিচালনা করেণ এবং ১ জন নারী ও এক জন পুরুষ মাদক কারবারিকে আটক করেছে।
পুলিশ জানাই আটক কৃত তরিকুল ইসলাম(২৬) ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নের গিলপোল গ্রামের আলাদুল মন্ডল ছেলে ,অপর জন সনিয়া আক্তার বিউটি (২৪) চুয়াডাঙ্গ জেলার কাপাসডাঙ্গা গ্রামের া মিজানুর রহমানের মেয়ে । ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি মোঃ জাকারিয়া মাসুম জানান মাদক আইনে মামলা হবে।