শিরোনাম:
মৌলভীবাজারে ডাকাতি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ,

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত শাহেদ মিয়া ওরফে ছায়েদকে গ্রেফতার করা হয়েছে।আজ(১৫ মার্চ) ভোর ০৫.০০ ঘটিকায় মৌলভীবাজার সদর থানার এসআই সৈয়দ বশির আহমেদ, এএসআই সাকির আহমেদ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সদর সিলেটের জালালাবাদ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাহেদকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত শাহেদ ২০০৯ সালের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার একটি মামলায় পেনাল কোডের ৩৯৯ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।গ্রেফতারকৃত আসামি শাহেদ মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের আঃ আজিজ মিয়ার ছেলে। আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।