রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর নেতাকর্মীগন ,

- আপডেট সময় : ০৬:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে

মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন চুপ্পু এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর, দক্ষিণের নেতাকর্মীগন আজ ১৬ই মার্চ ২০২৩ রাষ্ট্রপতির সাথে গুলশানে এ জন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আলম, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন , উত্তর মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা মোঃ মজিবর রহমান , দক্ষিণ মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশালত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ । নেতাকর্মিগন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষে রাষ্ট্রপতিকে সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার অনুরোধ জানান এই মুক্তিযোদ্ধাদের সংগঠন এর নেতাকর্মীগন ।