ঘাটাইলে কুলিয়া নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ,

- আপডেট সময় : ১২:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ৬১ বার পড়া হয়েছে

টাংগাইল জেলার ঘাটাইল উপজেলায় ২০ মার্চ ২০২৩ ইং সোমবার ১১ঃ০০ ঘটিকায় কুলিয়া নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন (৪র্থ তলা) এর শুভ উদ্বোধন, আলোচনা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আঃ বাছেদ (বাচ্চু) এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের কার্য সমপন্ন হয়। এসময় স্বাগত বক্তব্য রেখেছিলেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ জেবুন নাহার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল-০৩ আসনের (ঘাটাইল) মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, ০১ নং দেওলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুজাত আলী খান। এসময় উপস্থিত ছিলেন, চৈথট্ট গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম খান, জিমাউফা অসহায় মহিলা ও শিশু আইনি সহায়তা কর্মসূচি কেন্দ্র তথা ঘাটাইল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মশিউর রহমান প্রমুখ।