আহাদ চৌধুরীর প্যানেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ,

- আপডেট সময় : ১০:২০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ৫০ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল আহাদ চৌধুরীর প্যানেল এর নেতৃত্বে। আগামী কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিল উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর একটি প্যানেল তৈরি হয় সেই প্যানেল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান । আজ ২৬ শে মার্চ বেলা ১২:০০ টায় ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন জানান তারা , এ সময় তারা স্লোগানে বলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু , স্লোগানে তারা আরো বলেন – একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, মুজিব তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায়, একাত্তরের দালালেরা হুশিয়ার সাবধান । ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একসঙ্গে সবাই স্যালুট দিয়ে সম্মান প্রদর্শন করেন, এ সময় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন, বক্তব্যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । তারা বলেন আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন তাই তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি এবং আবারো আগামী নির্বাচনে তার নেতৃত্বে সরকার গঠন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে সঠিক রূপে বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ এ আশাবাদ ব্যক্ত করছি আমরা ।