সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

র‍্যাবের হাতে হত্যা মামলার আসামী গ্রেফতার,

আপডেট:

মোঃজাকির হোসেন স্টাফ রিপোর্টার
তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প মৌলভীবাজার এর একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন ভানুগাছ লংগুরপাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিন (৩৪)কে গ্রেফতার করা হয়।
শনিবার রাতে ভানুগাছ লংগুরপাল এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আসামী মৌলভীবাজারের  শ্রীমঙ্গল উপজেলার  সাইটুলা এলাকার বাসিন্দা কাছুম আলীর ছেলে।র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এসএসপি আফসান -আল-আলম মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দুটি হত্যা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নং-০৫, তারিখ-১০/১১/২০০৯ ইং, ধারা৩২৬ পেনাল কোড-১৮৬০ ও মামলা নং-০৭/১৪০, তারিখ-০৭/০৬/২০১১ ইং, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০) বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়াও শ্রীমঙ্গল থানার অপর একটি হত্যাচেষ্টা মামলায় ( শ্রীমঙ্গল থানার মামলা নং-১৫, তারিখ-২১/২০১৩ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০)
উক্ত আসামীকে বিজ্ঞ আদালত ০৫(পাঁচ) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০,০০০(দশ হাজার টাকা) জরিমানার দন্ড
দিয়েছেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য দীর্ঘ দিন যাবৎকৌশলে মৌলভীবাজার জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত