সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

কমলগঞ্জে আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ‘কালা বাবুল’ গ্রেফতার

আপডেট:

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের ,
কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত বিভাগীয় ডাকাত সর্দার ইয়াসিন আলী ওরফে কালা বাবুলকে গ্রেফতার করা হয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ,( ওসি) সঞ্জয় চক্রবর্ত্তীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক, এসআই মহাদেব বাছাড়, এসআই মোঃ হারুন-অর-রশিদ চৌধুরী, এএসআই পরিমল চন্দ্র শীল, এএসআই উমা প্রসাদ তালুকদার, এএসআই মনিরুল ইসলাম, এএসআই মোঃ জালাল উদ্দিন সহ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় আন্তঃ বিভাগীয় দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং ডাকাত দলের সর্দার কমলগঞ্জ থানাধীন ৫নং সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামে আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ইয়াসিন @ কালা বাবুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ইয়াসিন আলী কালা বাবুল কমলগঞ্জ থানাধীন ৫নং কমলগঞ্জ ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন গ্রেফতারকৃত কালা বাবুল আন্তঃবিভাগীয় ডাকাত দলের সক্রিয় সদস্য এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি৷ তার বিরুদ্ধে হবিগঞ্জ, সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে। দুপুরে গ্রেফতারকৃত আসামি কালা বাবুলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিম্নে মামলাগুলি উল্লেখ করা হইলঃ-
১। শ্রীমঙ্গল থানার মামলা নং-১৪/২৪৫, তারিখ- ১৩/১০/২০১০ইং, ধারা- ৩৯৭/৩৯৫ পেনাল কোড।
২। মোগলাবাজার থানার মামলা নং-১৪/৩৮, তারিখ- ২৮/০৩/২০১২, ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড।
৩। শ্রীমঙ্গল থানার মামলা নং-০৫/১৯০, তারিখ- ০৮/০৮/২০১৬; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড।
৪। কমলগঞ্জ থানার মামলা নং-১৬/১৬, তারিখ- ২১/০১/২০১৭ইং, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড।
৫। মোগলাবাজার থানার মামলা নং-১/০৫, তারিখ- ০১/০২/২০১৭, ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড।
৬। রাজনগর থানার মামলা নং-১৫/২৬৫, তারিখ- ১৬/০৯/২০১৭ইং, ধারা- ১৯(a) ১৮৭৮ সালের অস্ত্র আইন
৭। কমলগঞ্জ থানার মামলা নং-১৯/১৮৪, তারিখ- ২১/০৯/২০১৭ইং, ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড।
৮। শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-২/১৪, তারিখ- ০১/০২/২০১৯ইং, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড।
৯। কুলাউড়া থানার মামলা নং-৪০/২৪৫, তারিখ- ৩১/০৭/২০১৯ইং, ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড।
১০। শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-৬/৯৯, তারিখ- ০৩/০৮/২০১৯ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড।
১১। নবীগঞ্জ থানার মামলা নং-৪/১৯৯, তারিখ- ০৯/১১/২০২১ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত