
সিলেট বিভাগীয় প্রতিনিধি, মোঃমোজাম্মিল আলী
আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে সিলেটে দায়ের হওয়া প্রতারণাসহ চারটি মামলা আপসে নিষ্পত্তি হয়েছে। চারটি মামলায় বাদী শামসুল মাওলাকে তাঁর প্রাপ্য ২২ লাখ টাকা পরিশোধের পর সোমবার মামলাগুলো আইনজীবীর মাধ্যমে আপসে নিষ্পত্তি হয়েছে। এতে মামলা থেকে খালাস পেয়েছেন সাহেদ করিম। বিষয়টি লুকালয় বার্তা প্রতিনিধিকে নিশ্চিত করেছেন চার মামলার বাদী শামসুল মাওলার আইনজীবী আব্দুস সাত্তার। আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৪ মার্চ সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে ২০ লাখ ৫০ হাজার টাকার তিনটি চেক প্রত্যাখ্যানের মামলা করেন শামসুল মাওলা। তিনি সিলেটের জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী। সাহেদের দেওয়া ১০ লাখ টাকা করে ২টি চেকে ২০ লাখ টাকা এবং আরও একটি চেকে ৫০ হাজার টাকা নির্ধারিত সময়ে না পাওয়ায় এসব মামলা করেন তিনি। পরে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি ১০ লাখ টাকার আরও একটি প্রতারণা মামলা করেন শামসুল মাওলা।