সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে বিএইচপির শোক!

আপডেট:

সিলেট বিভাগীয় প্রতিনিধি

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, ২৩ শে মার্চ জাতির পিতার কাছে আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার পতাকা হস্তান্তরকারী। আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি’র সর্বস্তরের সদস্যবৃন্দ শোকাহত। বিএইচপির চেয়ারম্যান, প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান ও মহাসচিব, ড. সুফি সাগর সামস্ পার্টির পক্ষ থেকে মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় বিএইচপির চেয়ারম্যান ও মহাসচিব জানান, নূরে আলম সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল থেকে ছয় দফা আন্দোলন, উনসত্তরের গণআন্দোলন এবং ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে সাহসের সাথে দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতির এই সাহসী সন্তানের অবদান বাংলার মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার মৃত্যুতে বাংলা মা হারাল তার এক শ্রেষ্ঠ সন্তানকে। আমরা হারালাম একজন দেশপ্রেমিক সাহসী রাজনীতিবিদকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত