
সাইদুল ইসলাম চৌধুরী, মৌলভীবাজার (প্রতিনিধি)
মৌলভীবাজার পৌর শহরের টিবি হাসপাতালের লিঙ্ক রোড বনানী এলাকায় পৌর কর্তৃপক্ষ শ্রমিক নিয়ে আবার দেওয়াল ভাঙ্গার কাজ শুরু করা হয়েছে। এবার একদিনের ব্যবধানে স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তার জায়গায় ছাড়লেন এলাকাবাসী।ইতোমধ্যে পৌর এলাকার বেশ কয়েকটি সড়ক প্রশস্থকরণ ড্রেনের কাজ সম্পন্ন করা হয়েছে। এগুলো বড় করার কাজে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, স্থানীয় লোকজন যে যেভাবে পারছেন সহযোগিতা করছেন। আগে রাস্তা ছিল তুলনামুলক অনেকটা সরু।এটা তাঁদের জন্য অনেক বড় সিদ্ধান্ত এবং বড় মনের পরিচয়। মানুষকে বুঝাতে পারলে অনেক বড় ও কঠিন বিষয়ও সহজভাবে নিয়ে আসা যায়।গত বছরের ১৮ মে অগ্নিকাণ্ডের ঘটনা টিবি হাসপাতালের ভবনে আগুন লাগলে সরু রাস্তা দিয়ে যেতে পারেনি ফায়ার সার্ভিস। এরপর-ই এলাকাবাসীর টনক নড়ে। তাৎক্ষণিক সাড়া দেয় পৌরসভা। এবার একদিনের ব্যবধানে স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তার জায়গায় ছাড়লেন এলাকাবাসী।মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন সরু রাস্তা প্রশস্ত করতে স্বেচ্ছায় জমি ছেড়ে দিচ্ছেন মালিকেরা। এর ফলে রাস্তাগুলো বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ প্রশস্ত হচ্ছে। বাড়ির মালিকরা নিজেই হাতুড়ি দিয়ে সীমানাপ্রাচীর ভেঙে রাস্তা প্রশস্ত করার কাজ করছেন। তাঁর সঙ্গে শ্রমিকেরাও কাজ করছেন। কোথাও পৌর কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন। প্রশস্ত করার জন্য প্রয়োজনীয় জায়গায় কারও বাসার সীমানাপ্রাচীর পড়েছে। কোথাও কবরস্থান পড়েছে। তাঁদের অনেকেই স্বতঃস্ফূর্তভাবে জায়গা দিচ্ছেন। অনেকের সঙ্গে মেয়র বৈঠক করে সম্মতি নিয়েছেন। এ পর্যন্ত শহরের শাহ্ মোস্তফা কলেজ, ধরকাপন-মোস্তফাপুর, ধরকাপন-শেখেরগাঁও ও ধরকাপন-গোবিন্দশ্রী স্কুল সড়কের রাস্তা প্রশস্ত করার কাজ হয়েছে। এগুলোর একেকটি সড়কে ৩ থেকে ১৩টি পর্যন্ত বাসার সীমানাপ্রাচীর ভাঙতে হয়েছে।বাড়ির মালিকেরা বলেন, এলাকার স্বার্থে আমি আমার বাসার জায়গা ছেড়েছি, নিজে দাঁড়িয়ে থেকে দেওয়াল ভাঙ্গার কাজে পৌরসভাকে সহযোগিতা করছি। আমরা যার যার জায়গা থেকে সহযোগিতা করছি। রাস্তা প্রশস্ত হলে এলাকার মানুষেরই সুবিধা বাড়বে। যাতায়াত সহজ হবে। একসাথে দু’টি গাড়ি পার হতে পারত না। বর্তমান মেয়র সবার সাথে কথা বলে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নিয়েছেন। এই রাস্তাটি বড় হবে আমরা কল্পনাও করিনি।
১নং ওয়ার্ড কাউন্সিলর পার্থ সারথী পাল বলেন, পৌরবাসী নিজ উদ্যোগে তাদের বাড়ির দেওয়াল ভেঙে দিচ্ছেন। মৌলভীবাজার পৌরশহরে কয়দিন আগেও টিবি হাসপাতালের লিঙ্ক রোড বনানী এলাকায় হাসপাতাল রোড পর্যন্ত রাস্তা সরু থাকার কারণে প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল কঠিন ছিলো। এখন অনায়াসে রিকশা গাড়ি যাতায়াত করছে।
মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান বলেন, মৌলভীবাজার পৌর শহরের রাস্তা প্রশস্তকরণ ২০১৬ সাল কাজ শুরু করেছি। এক সপ্তাহ আগে টিবি হাসপাতাল রোডে ১৪ থেকে ১৫টি দেওয়াল ভাঙ্গার কাজে শুরু করা হয়। এ রাস্তা প্রশস্তকরণ কার্যকম চলমান আছে। আমরা চাই মৌলভীবাজার পৌরসভার যতটি রাস্তা আছে, সব রাস্তায় ফায়ার সার্ভিস এবং দুইটি গাড়ী চলাচল করতে যাতে কোন ধরনের অসুবিধা না হয়। ১৪ ফিট রাস্তা প্রশস্থকরণ কাজ ধারাবাহিক ভাবে চলমান থাকবে। আগামী দুই বছরের মধ্যে পৌরসভার সবগুলো রাস্তা প্রশস্থ করা হবে। রাস্তা বড় হলে সবার উপকার হবে।