সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত।

- আপডেট সময় : ০১:৩২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম চৌধুরী,মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ হাঁটি হাঁটি পা পা করে ১১ বছর পেরিয়ে ১যুগে পদার্পণ।
পত্রিকাটির প্রকাশনার এক যুগে পদার্পণ উপলক্ষে শুক্রবার (৩১ মার্চ) রাত ১০ ঘটিকায় কমলগঞ্জ প্রেসক্লাব হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
উক্ত পত্রিকার প্রধান সম্পাদক ও কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিফাত উদ্দিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, বিশিষ্ট লেখক ও গবেষক আহমেদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সাপ্তাহিক কমলগঞ্জের সংবাদ পত্রিকার সম্পাদক ও ভানুগাছ পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেব রায় (সঞ্জয়), কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ ওয়াহিদ রুলু, সহ-সভাপতি শাব্বীর এলাহি, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাজিদুর রহমান, আব্দুর রাজ্জাক রাজা, অলক দেব, জয়নাল আবেদীন, কামরুল হাসান মারুফ, আসহাবুজ্জামান শাওন, আহমেদুজ্জামান আলম, মোনায়েম খাঁন, নির্মল এস পলাশ, সোহেল রানা, সালাহউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, সাদিকুর রহমান সামু, মো.আহাদ,মোঃ আব্দুস সালাম, পারভেজ আহমেদ, তোফাজ্জল হোসেন, সাইদুল ইসলাম চৌধুরী, জায়েদ আহমেদ ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর পর কমলগঞ্জের কাগজ পরিবার এর পক্ষ থেকে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয় এবং সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ১২ বছরে পদার্পন কেক কেটে পালন করা হয়।