
সাইদুল ইসলাম চৌধুরী, মৌলভীবাজার,প্রতিনিধি,
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হীড বাংলাদেশে সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক জয়নাল আবেদিন ও আব্দুল আহাদ এর সঞ্চালনায়। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌর মেয়র জনাব জুয়েল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ উপজেলা ইউনিটের উপদেষ্টা কবি সিরাজ উদ্দিন,মৌলভীবাজার জেলা পরিষদ এর সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, চেয়ারম্যান অলি আহমেদ খান, আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূইয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবু বিশ্বজিৎ রায়, দৈনিক প্রথম আলো মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন নিপু, মানবজমিন পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সাজিদুর রহমান সাজু, দৈনিক সমকাল মৌলভীবাজার প্রতিনিধি নুরুল ইসলাম, কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক ও ভানুগাছ পৌর বণিক সমিতি সাধারণ সম্পাদক এড. সানোয়ার হোসেন, ভানুগাছ পৌর বনিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ, যুবদল নেতা তৈমুর আহমেদ, এখন টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ, কমলগঞ্জ প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কমলকুড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়,কমলগঞ্জ প্রেসক্লাব এর সহ সভাপতি শাব্বির এলাহী।
এসময় অন্যান্যদের মধ্যে সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, পিন্টু দেব, কামরুল হাসান মারুফ, আসহাবুজ্জামান শাওন, আহমেদুজ্জামান আলম, মোনায়েম খাঁন, সোহেল রানা, রুহুল ইসলাম হৃদয়, সাদিকুর রহমান সামু, মো.আহাদ, পারভেজ আহমেদ, তোফাজ্জল হোসেন, সাইদুল ইসলাম চৌধুরী, জায়েদ আহমেদ শামীম তালুকদার, ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি ইউএনও সিফাত উদ্দিন।
পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমলগঞ্জের কর্মরত বিভিন্ন প্রেস মিডিয়া ও পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।