শিরোনাম:
শ্রীমঙ্গলে শাহ হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা,

মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
- আপডেট সময় : ০৬:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৩১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
জিলাপিতে কাপড়ের রঙ মেশানোর দায়ে শ্রীমঙ্গল উপজেলার ষ্টেশন রোডে শাহ হোটেলকে ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ।
আজ বৃহস্পতিবার (৬ই এপ্রিল) বিকেল সাড়ে ৪ ঘটিকার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহ হোটেলকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায় ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।