সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

জুড়ীতে বিএনপির ইফতার মাহফিল,

আপডেট:

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের

মৌলভীবাজার জেলার জুড়ীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৫, ৮, ৯ নং বিএনপির আয়োজনে  এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

জায়ফরনগর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আফতাব আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার  জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। 

ইফতার মাহফিলে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এমএ মোহাইমিন শামীম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চনু, উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও  গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,  বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ, বিএনপি নেতা কিতাব আলী, দুলাল আহমদ,  জহির উদ্দিন শামীম, সেলিম মিয়া, যুবদল নেতা হাবিবুর রহমান, ফয়ছল আহমদ, জাহিদ হাসান জমির প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপিসহ অঙ্গ-সগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে সার্বিক সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী ও বহির্বিশ্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মোঃ আবুল হোসেন, কাতার যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাসান এবং ইতালি প্রবাসী সাবেক ছাত্রদল নেতা কামাল হোসেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ বর্তমানে দিশেহারা। এ ফেসিবাদী  সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে। সময় তিনি আরো বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান আগামী রমজানেই আমাদের সাথে ইফতার করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত