সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

চৌদ্দগ্ৰামে ৩শ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী ছেলে আটক,

আপডেট:

মোঃ সাহাদাত হোসেন ষ্টাফ রিপোর্টার

কুমিল্লার জেলার চৌদ্দগ্রামের উজিরপুরে র‍্যাবের অভিযানে ৩০০ বোতল ফেনসিডিল সহ স্বামী-স্ত্রী ও ছেলে আটক করেছে র‍্যাব-১১ সিপিসি-(২) এর সদস্যরা। এ সময় নারী সহ একই পরিবারের ৩ জনকে আটক করেছে র‍্যাব।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা। আটককৃত আসামিরা হলো মো: ছিদ্দিকুর রহমান (৬২) উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত: লাল মিয়ার ছেলে, আছমা বেগম (৪২) স্বামী ছিদ্দিকুর রহমান,ও ছেলে মো: হোসেন (১৯) পিতা মোঃ সিদ্দিকুর রহমান।
ঘটনানার বিবরনে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‍্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ফেনসিডিল সহ ছিদ্দিকুর রহমান, আছমা বেগম ও তাদের ছেলে মো: হোসেনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ সিপিসি-(২)এর উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে র‍্যাবের কাছে স্বীকার করে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত