
সাইদুল ইসলাম চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধিঃ
সমাজের হতদরিদ্র ও সুবিদাবঞ্জিত পরিবারে প্রায় অর্ধশত পরিবারে ঈদ উপহার বিতরণ সম্পন্ন করছে কমলগঞ্জ মৌলভীবাজার এর অন্যতম সংগঠন সানরাইজ সমাজ কল্যাণ পরিষদ।
শুক্রবার (২১ এপ্রিল) প্রতি বছরের ন্যায় সানরাইজ সমাজ কল্যাণ পরিষদ যোগীবিল এর ঈদ উপহার হিসেবে প্রায় অর্ধশত দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারে মধ্যে ঈদ উপহার বিতরণ সফলভাবে সম্পন্ন করে এ সংগঠনটি।
এতে উপস্থিত ছিলেন সানরাইজ সমাজ কল্যাণ পরিষদ এর প্রধান পৃষ্ঠপোষক ও জনতা ব্যাংক ভানুগাছ ব্রাঞ্চ এর সিনিয়র অফিসার জনাব জাকির হোসেন, পৃষ্ঠপোষক বসির আহমেদ, পরিষদ এর সভাপতি জনাব মোঃ সাইদুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান সুইট,সহ-সভাপতি বদরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মইন উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, শাহনুর আহমেদ,সানি আহমেদ সহ ক্লাবের অন্যানো নেতৃবৃন্দ,
এসময় পরিষদ এর প্রধান পৃষ্ঠপোষক বলেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সকল সহযোদ্ধা সানরাইজ সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দের প্রতি যাদের আর্থিক সহযোগিতা ও শারিরীক পরিশ্রমের বদৌলতে আজকের এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা এই মহতী উদ্যোগের অংশীদার হতে পেরে নিজেরা আত্বতৃপ্তির পাশাপাশি আল্লাহর প্রতি শুকরিয়া জানাচ্ছি।