লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গুলি করে হত্যা,

- আপডেট সময় : ০৬:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ২০ বার পড়া হয়েছে

মোঃ শাহাদাত হোসেন,ষ্টাফ রিপোর্টার।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান কে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় গুলিবিদ্ধ হন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইসলাম ও গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। মঙ্গলবার ২৫ এপ্রিল রাত পৌনে দশটার দিকে সদর উপজেলার বোসিক ফুড ইউনিয়নের নাগের হাট এলাকায় সন্ত্রাসীরা তাদের উপরে গুলি করে যুবলীগের নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও আনোয়ার হোসেন তিনি জানান নোমানের মাথায় গুলি করা হয়েছে এবং নোমান মারা গেছে। এদিকে যুবলীগ নেতার মৃত্যুর খবরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে হাসপাতাল এলাকায় কান্নার রোল পড়ে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ নোমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এবং এই হত্যার বিএনপি ও জামাতকে দেরি করা হচ্ছে। তবে সদর হাসপাতালে নোমানের বড় ভাইকে জিজ্ঞাসা করলে তিনি জানান বশিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন সন্ত্রাসী বাহিনী প্রধান কাশেম জিহাদের লোকজন নোমানকে গুলি করে হত্যা করেছে, চেয়ারম্যান নির্বাচনে কাশেম আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এবং হেরে যায় এরপর থেকে আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল, এবং হত্যার পরিকল্পনা করছিল। আমি কাশেম জিহাদীর বিচার চাই। নিহত নোমান সদর উপজেলার বশিরপুর ইউনিয়নের বশিরপুর গ্রামের আবুল কাশেম এর ছেলে ঘটনার আগে নোমান পোদ্দার বাজারে ছিল এ সময় তার সঙ্গে থাকা অন্যদের বিদায় দিয়ে তিনি রাকিবকে নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিল পথিমধ্যে নাগেরহাট এর কাছাকাছি পৌঁছলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে নোমানের মোবাইল ও মোটরসাইকেল নিয়ে নেয় গুলিবিদ্ধ অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি জানান এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি তদন্ত চলছে অনতিবিলম্বে সন্ত্রাসীরা গ্রেপ্তার হয় বলে তিনি আমাদের আশ্বাস প্রদান করেন তিনি বলেন আমরা আন্তরিকভাবে উক্ত সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। নোমানের বড় ভাই বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।