সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

ঢাকা আইন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিলেন,

আপডেট:

বিশেষ প্রতিনিধি :নূর হোসাইন

রাজধানীর ঢাকা আশুলিয়া জিরাবো কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে আশুলিয়া উপজেলার জিরাবো গ্রামের কৃষক মহসিন মিয়ার ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন তাঁরা।
ঢাকা: কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ঢাকা আশুলিয়া উপজেলার জিরাবো’র কৃষক মহসিন মিয়া। বিষয়টি জানতে পেরে প্রায় ২ বিঘা জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে মাড়াই করে দেন ঢাকা আইন জেলা ছাত্রলীগ নেতা কর্মীরা।
ধান কাটা কর্মসূচিতে নেতৃত্বে দেন ঢাকা আইন জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ। জানতে চাইলে এম সাচ্ছু আহমেদ এই প্রতিবেদকে বলেন: বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর আহবানে ঢাকা আইন জেলা ছাত্রলীগের নেতৃত্বে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া হয়েছে।
এতে অংশগ্রহণ করেন: ঢাকা আইন জেলা ছাত্রলীগ নেতা, শেখ জামাল হোসেন, মারুফ হোসেন, বঙ্গবন্ধু ল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
আকাশ তালুকদার নব সহ বিভিন্ন ল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত