সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিএমএসএস’র মানববন্ধন

আপডেট:

মোঃ মিরাজুল শেখ,স্টাফ রিপোর্টারঃ

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিএমএসএস’র উদ্যোগে
রাজশাহীর পুঠিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়া এবং বিএমএসএস যশোরের সভাপতি এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাসির উদ্দীন নাসিম, মাইটিভির সাংবাদিক সহ ৫ জনের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে, রংপুর সহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মিথ্যা-হয়রানি মূলক মামলার প্রতিবাদে আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় পুঠিয়া উপজেলা পরিষদের সামনে উক্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রেসক্লাব সহ সাংবাদিক নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম।এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন প্রেসক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকরা।
বক্তারা এ সময় সাংবাদিক সোহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং যশোরের বিএমএসএস জেলা কমিটির সভাপতি এশিয়ান টেলিভিশনের নাসির উদ্দীন নাসিম সহ ৫ সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলাটি প্রত্যাহারের দাবী জানান। নাহলে বাঘারপাড়ার ওই হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারদের বিরুদ্ধে কুশপুত্তলিকা দাহ সহ কঠোর কর্মসূচির হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

বিজ্ঞাপন

পাশাপাশি রংপুরে এশিয়ান টিভির সাংবাদিক সহ ৪ সাংবাদিকের উপর হামলার বিচার দাবী এবং সারাদেশে সকল সাংবাদিকদের উপর হামলার বিচার নিশ্চিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা সাংবাদিক শাহনেওয়াজ (দৈনিক আজকের পত্রিকা), সাংবাদিক আরিফ শাহাদাত (দৈনিক নয়া দিগন্ত), সাংবাদিক মোস্তাফিজুর রহমান জীবন (দৈনিক তৃতীয় মাত্রা রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ), সাংবাদিক বজলুর রশিদ (দৈনিক রাজশাহী প্রতিদিন), সাংবাদিক আব্দুল খালেক(দৈনিক ভোরের কাগজ), সাংবাদিক শাহাদাত হোসেন (সাপ্তাহিক অগ্রযাত্রা), সাংবাদিক রকিবুল হাসান সনি (দৈনিক উত্তরা প্রতিদিন), সাংবাদিক মিজানুর রহমান, (সাপ্তাহিক অগ্রযাত্রা), সাংবাদিক ইসরাফিল হোসেন, (রাজশাহী টাইমস ও বিএমএসএস রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক), সাংবাদিক আবু আসাদ (দৈনিক রাজশাহী সংবাদ), সাংবাদিক মুক্তার মাহমুদ (দৈনিক বাংলাদেশ সমাচার), সাংবাদিক মানিক (স্টার নিউজ এজেন্সী), সাংবাদিক মিজানুর রহমান (দৈনিক প্রথম বাংলাদেশ), সাংবাদিক আহিদ (দৈনিক আজকালের সংবাদ), সাংবাদিক জাহাঙ্গীর আলম (প্রচেষ্টা নিউজ), সাংবাদিক শাওন (রাজশাহী টাইমস), সাংবাদিক তন্ময় দেবনাথ (দৈনিক স্বাধীন দেশ), সাংবাদিক ফরহাদ হোসেন (দৈনিক বাংলাদেশ প্রতিমুহূর্ত), সহ প্রমূখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত