শিরোনাম:
জুড়ীতে ডাকাতি মামলার আসামি গ্রেফতার,

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের ,
মৌলভীবাজারের জুড়ীতে ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে জুড়ী থানার এ এস আই মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নয়াগ্রামে অভিযান চালিয়ে নাজিম উদ্দিন (৩২) নামে ডাকাতি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেন। নাজিম জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের মেহের আলীর পুত্র। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আসামি নাজিম ঢাকা সোনার গাঁ থানার একটি ডাকাতি মামলার (ধারা : ৩৯৯/৪০/৩৪) পলাতক আসামি। সে দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। বিজ্ঞ আদালতের মাধ্যমে শুক্রবার আসামিকে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।