শিরোনাম:
কমলগঞ্জে ছেলের হাতে বাবা খুন,

মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
- আপডেট সময় : ০৭:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
মৌলভীবাজারের, কমলগঞ্জ উপজেলার বাঘাছড়া মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা। খুন হওয়া বাবা উপজেলার ইসলামপুর ইউনিয়ন এর বাঘা ছড়া চা বাগানের রবী পাশী।
৩০ এপ্রিল রবিবার রাত ১১টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে বাড়িতে বাবা রবী পাশীর সঙ্গে ছেলে লুকেশ পাশীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে লুকেশ উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবার মাথায় আঘাত করে,মাটিতে লুটিয়ে পড়েন রবী পাশী । এতে ঘটনাস্থলেই রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়। পরে আশপাশে থাকা লোকজন ঘাতক ছেলে লুকেশকে আটক করে।
খবর পেয়ে কমলগঞ্জ থানার এস আই পবিত্র সেখর এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন, এবং ঘাতক পুত্র লুকেশ পাশীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।