
মোঃ সাহাদাত হোসেন ,স্টাফ রিপোর্ট
কুমিল্লা দাউদকান্দি উপজেলার জামাল হোসেন নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত আটটার দিকে গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকায় এই ঘটনা ঘটে। তিতাস উপজেলার যুবলীগের যুগ্ন আহবায়ক ছিলেন। তিতাস উপজেলার নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে গুলিবিদ্ধ অবস্থায় দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মোঃ মোয়াজ্জেম আহমদ তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। তিনি বলেন নিহত বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন গৌরীপুর বাজারে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে যুবলীগ নেতা মোঃ জামাল। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন যত দ্রুত সম্ভব দুর্বৃত্তরা যেই হোক না কেন তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা প্রতিটা জায়গায় দুর্বৃত্তকে ধরার জন্য পুলিশবাহিনী পাঠিয়েছে। থানায় জামাল হত্যার মামলা দায়ের করা হয়েছে।