সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

জুড়ীতে সংবাদ সম্মেলনে রুয়েল চেয়ারম্যানের অভিযোগ,

আপডেট:

স্টাফ রিপোর্টার

মোটরসাইকেল চোর ধরে পুলিশে দেয়ায় আমার উপর হামলা মামলা হয়েছে
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন অভিযোগ করেছেন- হাতেনাতে চোরাই মোটরসাইকেলসহ একজন চোর ধরে পুলিশে দেয়ায় চোরের বাবা-চাচারা রাতের আধারে আমার উপর হামলা করে এবং আমার উপর মিথ্যা মামলা দায়ের করে। শনিবার (২৯ এপ্রিল) রাত ৯টায় নিজ বাড়ীতে অনুষ্টিত সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।
তিনি বলেন- গত ১৭ এপ্রিল রাত প্রায় ১০টায় স্থানীয় নওয়াবাজারস্থ আমার কার্যালয়ে বসা ছিলাম। তখন বড়ধামাই গ্রামে নানা বাড়ী বেড়াতে আসা বড়লেখার বাসিন্দা ছইফ উদ্দিন নামক একজন লোক এসে বলল তার মোটরসাইকেল কে বা কাহারে চুরি করে গোয়ালবাড়ীর দিকে নিয়ে গেছে। আমি সাথে সাথে আমার গাড়ী নিয়ে চোরকে ধাওয়া করে মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করে আমার বাড়ীতে নিয়ে আসি। পরে পুলিশের হাতে তুলে দেই। আটক চোর জুনেদ আহমদ (২২)। সে পূর্ব বড়ধামাই গ্রামের সাহেদ আহমদ ছায়াদের পুত্র। রাত প্রায় ১ টায় আমি গাড়ী নিয়ে থানায় যাবার সময় নওয়াবাজারে ছায়াদ, আনছারের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার গাড়ীতে হামলা করে। এতে আমার সাথে থাকা দুই ভাতিজা আহত হন। আমি ও আমার চালক নিরাপদ দুরত্বে গিয়ে হাল্লা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের প্রতিরোধ করে আমাদের রক্ষা করে। এ ঘটনায় উভয় পক্ষে চার জন আহত হন। উভয় পক্ষে থানায় মামলা করা হয়।
তিনি বলেন- এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ফেসবুকে নামে-বেনামে আমার নামে মিথ্যা প্রপাগান্ডা ও গুজব ছড়াচ্ছে। যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত