
মোঃ শাহাদাত হোসেন,ষ্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল সকাল ১১ টার দিকে ঝালকাঠিতে বাংলাদেশ কৃষক লীগের তৃতীয় বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য। ১৪ দলের সমন্বয়কারী জনাব আমির হোসেন আমু ভাই। আরো উপস্থিত ছিলেন। কৃষক লীগের সম্মানে সভাপতি কৃষিবিদ সমীরচন্দ্র। আরো উপস্থিত ছিলেন। কৃষকলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক। উলমে কুলসুম স্মৃতি এমপি। দ্বিতীয় বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন কৃষকলীগের জেলা সভাপতি এডভোকেট রসুল মিয়া। উক্ত সভায় মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য ১৪ দলের সমন্বয়কারী জনাব আমির হোসেন আমু এমপি সাহেব তিনি বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই আপনারা কৃষকের পাশে থেকে তাদের সকল প্রকার সুবিধা এবং তাদের দুঃখ লাভ হোক করার চেষ্টা করবেন আরো বলেন মাননীয় শেখ হাসিনা বলেছেন কৃষক হচ্ছে আমাদের মূল এই মূলকে ধরে রাখার জন্য আমাদের কৃষকলীগের সকল নেতৃবৃন্দ তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। আরও বক্তব্য রাখেন কৃষক লীগের সম্মানিত সভাপতি সমীর চন্দ্র তিনি বলেন কৃষক বাঁচলে বাজবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ। এবং কৃষক লীগের সম্মানিত সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য রাখেন পরিশেষে চালকাঠি সদর উপজেলা কৃষকলীগের সভাপতি হিসেবে নির্বাচিত করেন ডাক্তার পরিতোষ হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন জনাব আজগর আলী মল্লিক। তাদেরকে নির্দেশ দিয়েছেন সব সময় কৃষকদের পাশে থাকার জন্য তাদের যাতে কোনো অবস্থাতেই কষ্ট না হয় তারা যেন নিয়মিত সার সহ বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা আপনাদের মাধ্যমে পান। পরিশেষে সবার সমাপ্তি ঘোষণা করেন ঝালকাঠি জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট রসুল মিয়া।